ভারতে নতুন ট্রাফিক আইন ভাঙলেই মোটা জরিমানা

ভারতে নতুন মোটরযান আইন লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। ছবি: রয়টার্স
ভারতে নতুন মোটরযান আইন লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। ছবি: রয়টার্স

যাঁরা ট্রাফিক আইন মানেন না, তাঁদের মনে ভয় ধরাতে আজ ১ সেপ্টেম্বর থেকে ভারতে নতুন মোটরযান আইন চালু হচ্ছে। এই আইন ভঙ্গ করলে মোটা অঙ্কের জরিমানাসহ কঠিন শাস্তির বিধান রয়েছে। এনডিটিভির অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত মাসে ভারতের পার্লামেন্টে মোটর ভেহিক্যালস (সংশোধনী) বিল ২০১৯ অনুমোদন পায়। নতুন আইনটি আজ থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, নতুন আইন অনুযায়ী, নিয়ম মেনে গাড়ি না চালালে পকেটের ওপর চাপ বাড়বে।

অপ্রাপ্তবয়স্ক কেউ গাড়ি চালালে তার রেজিস্ট্রেশন বাতিল হবে। আর জরিমানা ২৫ হাজার রুপি।

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে জরিমানা ৫০০ থেকে দেড় হাজার রুপি। এই জরিমানা আগে ছিল ১০০ থেকে ৩০০ রুপি।

দুই চাকার গাড়িতে দুজনের বেশি বসলে ৫০০ রুপি জরিমানা। আগে জরিমানা ছিল ১০০ রুপি।

দূষণ সার্টিফিকেট না থাকলে জরিমানা ৫০০ রুপি। আগে জরিমানা ছিল ১০০ রুপি।

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পাঁচ হাজার রুপি জরিমানা। আগে এই জরিমানা ছিল ৫০০ রুপি।

বিপজ্জনকভাবে গাড়ি চালালে এখন থেকে পাঁচ হাজার রুপি জরিমানা হবে। আগে তা ছিল এক হাজার রুপি।

গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে পাঁচ হাজার রুপি জরিমানা। আগে ছিল এক হাজার রুপি।

রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালালে পাঁচ হাজার রুপি জরিমানা। আগে ছিল তা ১ হাজার ১০০ রুপি।

লাল বাতি অমান্য করলে ১০ হাজার রুপি জরিমানা দিতে হবে। আগে ছিল তা ১০০ রুপি।

সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে জরিমানা এক হাজার রুপি।

জরুরি সেবার গাড়িকে (অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস) সাইড না দিলে জরিমানা ১০ হাজার রুপি।

গত মাসে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়করি বলেছিলেন, আইনটির উদ্দেশ্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের মনে ভয় সৃষ্টি করা। আইন মানতে বাধ্য করা।

আইন ভাঙার বিষয়টি ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম মনিটর করবে।