কলকাতায় এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

আসামের এনআরসির বিরুদ্ধে কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। শেক্‌সপিয়ার সরণি, কলকাতা, ০২ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
আসামের এনআরসির বিরুদ্ধে কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। শেক্‌সপিয়ার সরণি, কলকাতা, ০২ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। কলকাতার শেকসপিয়ার সরণির আসাম ভবনের সামনে আজ সোমবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিকপঞ্জিবিরোধী যুক্ত সংগ্রাম কমিটি এবং ভাষা ও চেতনা সমিতির কর্মী ও সমর্থকেরা।

প্রায় তিন ঘণ্টা ধরে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে দাবি জানানো হয়, ২০১৪ সালের আসামের ভোটার তালিকা অনুযায়ী এনআরসিতে নাম তুলতে হবে। ভারতে যারা জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে ভারতের নাগরিকত্ব দিতে হবে। ভিটেমাটি, আত্মীয়স্বজন ছেড়ে যারা এ দেশে এসেছেন, তাঁদের কিছুতেই বিতাড়িত করা যাবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, এই মানুষগুলো তো দেশভাগের সিদ্ধান্ত নেয়নি। এরা আজ রাজনীতির শিকার। এ দেশের নাগরিক হিসেবেই তাঁদের ঠাঁই দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ইমানুল হক, প্রসেনজিৎ বসু, কল্যাণ সেনগুপ্ত, শক্তি মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।