পশ্চিমবঙ্গে এনআরসিবিরোধী আন্দোলন, আসাম ভবন ঘেরাও

আসামে এনআরসি তালিকা প্রকাশের প্রতিবাদে কলকাতার আসাম ভবনে প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালি’ নামের সংগঠন। ছবি: ভাস্কর মুখার্জি
আসামে এনআরসি তালিকা প্রকাশের প্রতিবাদে কলকাতার আসাম ভবনে প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালি’ নামের সংগঠন। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকা প্রকাশের পর কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে আন্দোলন চলছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করেছে। প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এনআরসিবিরোধী মিছিল, সভা, সমাবেশ।

এনআরসিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘আমরা বাঙালি’ নামের সংগঠন গতকাল কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। তারা সেই মিছিল নিয়ে যায় কলকাতার রাসেল স্ট্রিটে অবস্থিত আসাম ভবনের সামনে। সেখানে প্রতিবাদকারীরা আসাম ভবনে ঢুকতে চাইলে পুলিশ ফটক বন্ধ করে দেয়। এরপর প্রতিবাদকারীরা আসাম ভবনের সামনে সমাবেশ করেন। এখানেই দাবি ওঠে, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের অবিলম্বে পদত্যাগের। প্রতিবাদ সমাবেশে আসামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

‘আমরা বাঙালি’সংগঠনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় বলেন, ‘এনআরসি আমরা মানি না। মানব না। এনআরসি নিয়ে বাঙালিদের সঙ্গে ছিনিমিনি খেলা করছে আসাম সরকার। এই সরকার ইসরোর বাঙালি বিজ্ঞানীর নামও বাদ দিয়েছে আসামের এনআরসি তালিকা থেকে। বাদ গেছে আসামের সেনা কর্মকর্তাসহ বিএসএফ ও বিশিষ্টজনদের নাম। এটা মেনে নেওয়া যায় না।’

আসামের আইনজীবী ও এনআরসিবিরোধী আন্দোলনের নেতা নজরুল ইসলাম সমাবেশে বলেন, আসামের বাঙালিদের এই করুণ দশার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদত্যাগ করতে হবে। এই বাঙালিবিরোধী মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কোনো অধিকার নেই।

গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় এনআরসিবিরোধী প্রস্তাব পাস হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী বাম দল ও জাতীয় কংগ্রেস বিধানসভায় প্রস্তাব এনে এনআরসির তীব্র বিরোধিতা করে। তারা একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে। তবে এনআরসি নিয়ে বিধানসভায় আলোচনাকালে বিজেপি তার বিরোধিতা করে। একপর্যায়ে বিজেপির বিধায়কেরা এনআরসি এই রাজ্যে প্রয়োগ করার দাবি নিয়ে অধিবেশন বয়কট করেন।