কলকাতায় পবিত্র আশুরা পালিত

পবিত্র আশুরা উপলক্ষে কলকাতায় বের হয় তাজিয়া মিছিল। ছবি: ভাস্কর মুখার্জি
পবিত্র আশুরা উপলক্ষে কলকাতায় বের হয় তাজিয়া মিছিল। ছবি: ভাস্কর মুখার্জি

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কলকাতায়ও গতকাল মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হয়েছে।

আশুরা উপলক্ষে গতকাল কলকাতার পার্ক সার্কাসসহ বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া লোকজন বুক চাপড়ে শোক প্রকাশ করেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া লোকজন নানাভাবে শোক প্রকাশ করেন। ছবি: ভাস্কর মুখার্জি
তাজিয়া মিছিলে অংশ নেওয়া লোকজন নানাভাবে শোক প্রকাশ করেন। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার টালিগঞ্জ, মেটিয়া ব্রুজ, শিয়ালদহ, নিউ আলীপুর, মহাবীরতলা, আনোয়ার শাহ রোড, রাজাবাজার, খিদিরপুর, বেলগাছিয়া, কৈখালীসহ বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল হয়।

১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া ঘোড়া। ছবি: ভাস্কর মুখার্জি
তাজিয়া মিছিলে অংশ নেওয়া ঘোড়া। ছবি: ভাস্কর মুখার্জি

হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

এই শোক ও স্মৃতিকে স্মরণ করে গতকাল দিনভর কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, পবিত্র কোরআনখানি ও ধর্মীয় মহামিছিল। অনেকে এই পবিত্র দিনের স্মরণে রোজা রাখেন। অনেকে গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেন।