ভারতে নৌকা উল্টে ১১ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের ভোপালে নৌকা উল্টে ১১ জনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি
মধ্যপ্রদেশের ভোপালে নৌকা উল্টে ১১ জনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে গণেশ বিসর্জনের সময় নৌকা উল্টে ১১ জনের মৃত্যু হয়েছে। ভোপালের খাতলাপুরা ঘাটে আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালিয়ে নৌকায় থাকা আরও পাঁচজনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একটি নৌকায় ১৬ জন মিলে হিন্দুদের দেবতা গণেশের মূর্তি বিসর্জন দিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে খাতলাপুরে ঘাটের কাছে উল্টে যায় নৌকাটি।

দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত পরিদর্শক অখিল প্যাটেল এএনআইকে বলেছেন, ‘এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছি আমরা। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, নৌকাটিতে এই ১৬ জনই ছিলেন। কিন্তু যদি আরও কাউকে পাওয়া যায়, সে কারণে আমরা এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

নৌকা উল্টে যাওয়ার সময় পেশাগত সাঁতারুসহ ঘটনাস্থলে প্রায় ৪০ জনের মতো উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন অখিল প্যাটেল। তিনি বলেন, ‘ঘটনার সময় স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন।’

এদিকে দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী পিসি শর্মা। তিনি বলেছেন, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা করে দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’