'পাকিস্তানিরা ভারতীয়দের আত্মীয়ের চোখে দেখে'

শারদ পাওয়ার। ছবি: এএফপি
শারদ পাওয়ার। ছবি: এএফপি

কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে অনেকটা। দুই দেশের মধ্যে চলছে রাজনৈতিক উত্তেজনাও। এমন পরিস্থিতিতে ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার কথা বলছেন ভিন্ন সুরে। তাঁর দাবি, পাকিস্তানি জনগণ ভারতীয়দের আত্মীয়ের চোখে দেখে। তবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পাকিস্তান সম্পর্কে ভারতে প্রোপাগান্ডা চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার এই মন্তব্য করেছেন শারদ পাওয়ার। তিনি বলেছেন, ‘ভারতের মানুষ বলে, পাকিস্তানিরা অসুখী অবস্থায় আছে। তারা নাকি সেখানে অবিচারের শিকার হচ্ছে। কিন্তু এসব সত্যি নয়। পাকিস্তানের সত্যিকার পরিস্থিতি না বুঝে কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভারতে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

ভারতের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, পাকিস্তানে গিয়ে বন্ধুসুলভ আতিথেয়তাই পেয়েছেন তিনি। পাওয়ার বলেছেন, ‘পাকিস্তানিরা হয়তো ভারতে তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে আসতে পারে না। কিন্তু ভারতীয়দের তারা আত্মীয়ের চোখেই দেখে।’

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিন দফায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শারদ পাওয়ার। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতি ছাড়া ক্রিকেটের সঙ্গেও জড়িত ছিলেন পাওয়ার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ছিলেন তিনি। এরপর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।