রাজপুত্রকে নিয়ে হ্যারি-মেগান আফ্রিকায়

ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান তাদের ছেলে আর্চিকে নিয়ে প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন। এ জন্য তাঁরা বেছে নেন আফ্রিকাকে। ১০ দিনের এই সফরে তাঁরা আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখছেন। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন সফরের মধ্য দিয়ে এর শুরু। অ্যাঙ্গোলা, মালাবি ও বতসোয়ানা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ দিয়ে শেষ হবে এই সফর। ছবিগুলো রয়টার্সের।
বাবা-মায়ের কোলে হাসিখুশি রাজপুত্র আর্চি। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
বাবা-মায়ের কোলে হাসিখুশি রাজপুত্র আর্চি। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
রাজপুত্রের কপালে নোবেলজয়ী মানবতাবাদী আর্চবিশপ ডেসমন্ড টুডুর স্নেহের পরশ। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
রাজপুত্রের কপালে নোবেলজয়ী মানবতাবাদী আর্চবিশপ ডেসমন্ড টুডুর স্নেহের পরশ। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
নোবেলজয়ী মানবতাবাদী আর্চবিশপ ডেসমন্ড টুডুর সঙ্গে ছোট্ট রাজপুত্রের বেশ ভাব হয়ে গেছে। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
নোবেলজয়ী মানবতাবাদী আর্চবিশপ ডেসমন্ড টুডুর সঙ্গে ছোট্ট রাজপুত্রের বেশ ভাব হয়ে গেছে। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
ছেলে আর্চিকে নিয়ে প্রিন্স হ্যারি ও মেগানে সুখী পরিবার। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
ছেলে আর্চিকে নিয়ে প্রিন্স হ্যারি ও মেগানে সুখী পরিবার। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
বেসরকারি সংস্থা মাদারস টু মাদারসের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ছোট্ট এক মেয়ের সঙ্গে গল্প জুড়ে দেন মেগান মার্কেল। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
বেসরকারি সংস্থা মাদারস টু মাদারসের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ছোট্ট এক মেয়ের সঙ্গে গল্প জুড়ে দেন মেগান মার্কেল। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
বেসরকারি সংস্থা মাদারস টু মাদারসের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এক মায়ের সঙ্গে ব্রিটিশ রাজবধূ মেগানের কুশল বিনিময়। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
বেসরকারি সংস্থা মাদারস টু মাদারসের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এক মায়ের সঙ্গে ব্রিটিশ রাজবধূ মেগানের কুশল বিনিময়। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা, ২৫ সেপ্টেম্বর।
শিশুদের গাছ লাগানো কর্মসূচিতে যোগ দেন প্রিন্স হ্যারি। বতসোয়ানা, ২৬ সেপ্টেম্বর।
শিশুদের গাছ লাগানো কর্মসূচিতে যোগ দেন প্রিন্স হ্যারি। বতসোয়ানা, ২৬ সেপ্টেম্বর।