কাশ্মীরে রক্তগঙ্গা বইবে: জাতিসংঘে ইমরান

ইমরান খান। ছবি: রয়টার্স
ইমরান খান। ছবি: রয়টার্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি করে বলেছেন, বিরোধপূর্ণ কাশ্মীরে যখনই কারফিউ তুলে নেবে ভারত, তখনই সেখানে রক্তগঙ্গা বইয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেছেন, পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে জড়ালে তা দেশ দুটির সীমান্তের বাইরেও ছড়িয়ে যাবে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত দুই অঞ্চলে বিভক্ত করে। রাজনীতিকসহ হাজার হাজার মানুষকে আটক করে রাখা হয়েছে। কড়া নিরাপত্তায় অবরুদ্ধ কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘এটা ভুল পদক্ষেপ। আপনারা ভালো কিছু আশা করছেন। কিন্তু সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকুন।’

ইমরানের বক্তব্যের পর কাশ্মীরে নতুন করে বিক্ষোভ হতে পারে, এমন আশঙ্কায় গতকাল শনিবার চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়।