সহকর্মীর গুলিতে আট রুশ সেনা নিহত

রাশিয়ায় এক সেনাসদস্যের গুলিতে সহকর্মী আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় অন্তত দুজন সেনা আহত হন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়ী সেনাসদস্য সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাসদস্যদের দায়িত্বের দৈনিক পালাবদলের সময় হামলার ওই ঘটনাটি ঘটে। ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ। ইতিমধ্যে বিমানযোগে ওই অঞ্চলের দিকে রওনা হয়েছেন তিনি।

২০০০ সালের মাঝামাঝি সময়ে মানবাধিকার সংগঠনগুলো রুশ সামরিক বাহিনীর মধ্যে সহিংসতা ও বুলিংয়ের (অশালীন আচরণ, মানসিক নির্যাতন) বিষয়টি জনসমক্ষে আনে। সাধারণত বাধ্যতামূলকভাবে যোগ দেওয়া সেনাসদস্যরাই এর শিকার হয়ে থাকেন—যাকে ‘তেদভসখিনা’ বলে। তবে সহিংসতা নির্মূলে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করছে।

রাশিয়ায় ১৮ থেকে ২৭ বছর বয়সী সব পুরুষ নাগরিকের জন্য সেনাবাহিনীতে এক বছর কাজ করা বাধ্যতামূলক। এরপর তাঁরা চাইলে পেশাদার চুক্তি করতে পারেন।