চিকিৎসার জন্য মঙ্গলবার পর্যন্ত জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ

চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দেওয়া হয়েছে। রয়টার্স ফাইল ছবি
চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দেওয়া হয়েছে। রয়টার্স ফাইল ছবি

চিকিৎসার জন্য জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ শনিবার ইসলামাবাদ হাইকোর্ট আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। আগামী মঙ্গলবার পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের সংবাদে বলা হয়েছে, দুটি নিরাপত্তা বন্ড জমা দেওয়ার শর্তে নওয়াজের জামিন দেওয়া হয়েছে। বন্ড দুটির প্রতিটির মূল্য ২০ লাখ রুপি। অবশ্য একদিন আগে চৌধুরী সুগার মিল মামলাতেও জামিন পেয়েছেন নওয়াজ শরিফ।

পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি শাহবাজ শরিফ ভাই নওয়াজ শরিফের জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন। শাহবাজ শরিফ আদালতকে অনুরোধ করেছিলেন, তাঁর ভাইয়ের জামিনের বিষয়টি আগামী মঙ্গলবারের পরিবর্তে আজ শনিবার শুনানি করা হোক। পরে আদালত শাহবাজ শরিফের ওই অনুরোধ আমলে নেন।

নওয়াজ শরিফের আইনজীবী দুঃখ প্রকাশ করে বলেন, নওয়াজের স্বাস্থ্যের বিষয়ে দীর্ঘ সময় ধরে নজর দেওয়া হয়নি। নওয়াজের আইনজীবী দাবি করেন, নওয়াজের চিকিৎসা করানো হয়নি এবং তাঁর কাছে চিকিৎসকদের ভিড়তে দেওয়া হয়নি। এ ছাড়া নওয়াজের শরীরে বিষ প্রয়োগ করা হচ্ছে—তাঁর ছেলেমেয়েদের এমন আশঙ্কার বিষয়ে তদন্ত করে দেখার দাবি জানান ওই আইনজীবী।

গত বছরের ডিসেম্বরে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে সাত বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। একই আদালত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলায় তাঁকে খালাস দেন।