কারও জীবনের নিশ্চয়তা দিতে পারবেন না ইমরান

ইমরান খান । ফাইল ছবি
ইমরান খান । ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কারও জীবনের নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। ইমরান বলেন, ‘জীবন–মৃত্যু পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। আমরা কেবল চেষ্টা করতে পারি।’

গত শনিবার অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল–জিজিয়া মামলায় আজ মঙ্গলবার পর্যন্ত জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই জামিন শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ নওয়াজ শরিফের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার কথা বলেন সরকারের প্রতিনিধিদের। এরই পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন ইমরান খান

দ্য ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি একটি সংবাদে পড়েছি যে আদালত ফেডারেল এবং প্রাদেশিক সরকারকে জিজ্ঞাসা করেছেন যে তারা কাল মঙ্গলবার পর্যন্ত নওয়াজের জীবনের নিশ্চয়তা দিতে পারবে কি না।’ ইমরান বলেন, ‘কাল পর্যন্ত আমি আমার নিজের জীবনেরই নিশ্চয়তা দিতে পারব না। তাহলে আমি কীভাবে আরেকজন মানুষের জীবনের নিশ্চয়তা দেব?’

শনিবার হাইকোর্ট নওয়াজ শরিফের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নওয়াজের শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর রক্তের প্ল্যাটিলেট কমে গেছে। বর্তমানে লাহোর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই সময়ে তাঁর দায়িত্ব নিতে সরকারকে বলেন হাইকোর্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী হাইকোর্টকে বলেন, সরকার সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কোনো দায়িত্ব নেবে না। হাইকোর্ট এতে অসন্তোষ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ইমরান বলেন, ‘জীবন–মৃত্যু পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। আমরা কেবল চেষ্টা করতে পারি। মানুষ জীবন ও মৃত্যুর কোনো গ্যারান্টি দিতে পারে না।’

সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি শাহবাজ শরিফ ভাই নওয়াজ শরিফের জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন। নওয়াজ শরিফের আইনজীবী বলেছেন, নওয়াজের স্বাস্থ্যের বিষয়ে দীর্ঘ সময় ধরে নজর দেওয়া হয়নি। তিনি দাবি করেন, নওয়াজের চিকিৎসা করানো হয়নি এবং তাঁর কাছে চিকিৎসকদের ভিড়তে দেওয়া হয়নি। এ ছাড়া নওয়াজের শরীরে বিষ প্রয়োগ করা হচ্ছে—তাঁর ছেলেমেয়েদের এমন আশঙ্কার বিষয়ে তদন্ত করে দেখার দাবি জানান ওই আইনজীবী।

গত বছরের ডিসেম্বরে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে সাত বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। একই আদালত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলায় তাঁকে খালাস দেন।