থাইল্যান্ডে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় ১৫ স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় ১৫ স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১৫ স্বেচ্ছাসেবী নিহত হয়েছে। চার গ্রামবাসী আহত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাতে দ্রুত পৌঁছাতে না পারে, এ জন্য রাস্তায় পেরেক বিছিয়ে রাখে হামলাকারীরা। একই সঙ্গে বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়। এ পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

থাই কর্তৃপক্ষ এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছে। দেশটির আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা কর্নেল প্রামোতে প্রম-ইন রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে এটি সবচেয়ে বড় হামলা। এটি বিচ্ছিন্নতাবাদীদের হামলা বলে মনে হচ্ছে। ’

এর আগে ২০০৪ সালে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিন প্রদেশ ইয়ালা, পাতানি ও নারাথিওয়াত প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়।