অযোধ্যার জমি গ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত ২৬ নভেম্বর: সুন্নি ওয়াক্ফ বোর্ড

আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: এএফপি
আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: এএফপি

ভারতের আলোচিত বাবরি মসজিদ-রাম জন্মভূমির মামলার রায়ে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে সেই জমি গ্রহণ করা হবে কি না, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি সুন্নি ওয়াক্‌ফ বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২৬ নভেম্বর সভায় বসবে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ নভেম্বর সভায় বসার সম্ভাবনার কথা জানিয়েছেন উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াক্‌ফ বোর্ডের সভাপতি জাফর ফারুকী। ফারুকী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পাঁচ একর জমি নেওয়া হবে কি না, সে বিষয়ে ২৬ নভেম্বর বোর্ডের সাধারণ সভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে।’

ফারুকী আরও বলেন, ‘সভাটি ১৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে, ২৬ নভেম্বর সভাটি হবে। জমি গ্রহণ করার ব্যাপারে নানা পক্ষ থেকে নানা অভিমত পাচ্ছি আমি। কেউ কেউ বলছেন, এই জমি গ্রহণ করা উচিত নয়। তবে আমি মনে করি, এতে কেবল নেতিবাচকতাই বাড়বে।’

অযোধ্যা ইস্যুর সমাধানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে চেষ্টা করেছিলেন ফারুকী। তিনি বলেছেন, ‘মধ্যস্থতার চেষ্টা সফল না হলেও আমি আমার মতামত পরিষ্কারভাবে জানিয়েছি।’

তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে সুন্নি ওয়াক্‌ফ বোর্ডই নেবে, সেটি পরিষ্কারভাবেই জানিয়েছেন ফারুকী। তিনি বলেছেন, ‘ওই জমি নেওয়া হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব। জমি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা কীভাবে নেওয়া হবে, এসব বিষয়েও সেদিনের সভায়ই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানোর কোনো ইচ্ছা নেই বোর্ডের।’

দীর্ঘদিন ধরে চলে আসা বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় ঘোষণা করা হয় গতকাল শনিবার। আদালতের রায়ে ২ দশমিক ৭৭ একর বিরোধপূর্ণ জমিতে মন্দিরের জন্য কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়। আর বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি সুন্নি ওয়াক্‌ফ বোর্ডকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।