কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা হামলা, নিহত ৭

আফগানিস্তানের কাবুলে আজ বুধবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি
আফগানিস্তানের কাবুলে আজ বুধবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের কাবুলে আজ বুধবার সকালের ব্যস্ততম সময়ে গাড়ি বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

নাসরাত রাহিমি নামের ওই মুখপাত্র বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কাবুল বিমানবন্দরের উত্তরাংশের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী হামলা ছিল। নিহত সাতজনের সবাই বেসামরিক নাগরিক। আপাতত এটুকুই জানা গেছে। কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আফগানিস্তানে তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) উভয়েই বেশ সক্রিয়। এ হামলার সঙ্গে এই দুই গোষ্ঠীর কোনো একটি জড়িত বলে সন্দেহ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।