ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় আজ বুধবার চার ফিলিস্তিনি প্রাণ হারান। বিমান হামলার পরপরই ছবিটি গাজা উপত্যকা থেকে তোলা। ছবি: এএফপি
ইসরায়েলের হামলায় আজ বুধবার চার ফিলিস্তিনি প্রাণ হারান। বিমান হামলার পরপরই ছবিটি গাজা উপত্যকা থেকে তোলা। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় আজ বুধবার সকালে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েল। একের পর পর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হচ্ছে গাজা উপত্যকা।
ইসলামিক জিহাদ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজন তাদের সদস্য। তাঁর নাম খালেদ ফাওয়াজ।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাব দিতে ইসলামিক জিহাদের আস্তানা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আতা ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ২২০টি রকেট নিক্ষেপ করে। তবে ইসরায়েল এসব রকেটের ৯০ শতাংশই ধ্বংস করে দিয়েছে।