পাকিস্তানের সেনাপ্রধানের বর্ধিত মেয়াদ আদালতে স্থগিত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: রয়টার্স
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: রয়টার্স

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বর্ধিত মেয়াদ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার এমন অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বুধবার আদালতে ফের শুনানির হওয়ার কথা রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক বড় ধাক্কা। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবিলায় জেনারেল কামার জাভেদ বাজওয়াকে প্রয়োজন।
গত ১৯ আগস্ট সেনাপ্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল। এ-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছিল, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় সেনাপ্রধান পদে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হলো। এবার দেশটির শীর্ষ আদালতের রায়ে তা স্থগিত হলো।

পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেছেন, এ বিষয়ে সেনাবাহিনী বিস্তারিত যুক্তি উপস্থাপন না করা পর্যন্ত আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে ২০১৬ সালের নভেম্বরে সেনাপ্রধান নিযুক্ত হয়েছিলেন কামার জাভেদ বাজওয়া।