ইরানি কনস্যুলেটে ইরাকি বিক্ষোভকারীদের আগুন

গতকাল গভীর রাতে ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। ছবি: এএফপি
গতকাল গভীর রাতে ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। ছবি: এএফপি

ইরাকের নাজাফ শহরে ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দিয়েছেন ইরাকি বিক্ষোভকারীরা। পুলিশ ও নাগরিক প্রতিরক্ষার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার দক্ষিণ ইরাকের পবিত্র এই শহরটিতে আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর চালান।

কনস্যুলেটে অগ্নিসংযোগের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুছাভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তিনি এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত আগ্রাসনকারীদের বিরুদ্ধে চূড়ান্ত রকমের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এএফপির খবর বলা হয়, এ ঘটনার আগেই কনস্যুলেটের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, অগ্নিসংযোগের পর কর্তৃপক্ষ কারফিউ জারি করে।

পুলিশ ও নাগরিক প্রতিরক্ষা সূত্র জানায়, বুধবার গভীর রাতে বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশ করেন। পুরো কনস্যুলেট ভবনে তাঁরা আগুন ধরিয়ে দেন।

সরকার ও রাজনৈতিক সম্প্রদায়ের পদত্যাগ দাবিতে হাজারো ইরাকি রাস্তায় নেমেছে। তাঁদের দাবি, দুর্নীতিগ্রস্ত ইরাক সরকার প্রতিবেশী দেশ, বিশেষ করে ইরানের প্রতি বেশি অনুগত।

কর্তৃপক্ষ ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে অন্তত ৩০০ জনকে গুলি করে হত্যা করেছে।

ইরান সমর্থিত ও আধাসামরিক দলগুলো ইরাকের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সংসদে আধিপত্য বিস্তার করছে।