সংসদে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব এমপির

ইতালির পার্লামেন্টে আইনপ্রণেতা ফ্লাভিও ডি মুরো তাঁর প্রেমিকা এলিসা দে লিওকে বিয়ের প্রস্তাব দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
ইতালির পার্লামেন্টে আইনপ্রণেতা ফ্লাভিও ডি মুরো তাঁর প্রেমিকা এলিসা দে লিওকে বিয়ের প্রস্তাব দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইতালিতে ২০১৬ সালে এক ভয়ংকর ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে প্রাণ হারিয়েছিল কয়েক শ মানুষ। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছিল। ঠিক এমন সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এক আইনপ্রণেতা।

অবিশ্বাস্য হলেও এ ঘটনা ইতালির পার্লামেন্টে। গত বৃহস্পতিবার পার্লামেন্টে ওই বিতর্ক দেখতে এসেছিলেন কট্টর লোকরঞ্জনবাদী দল লিগ পার্টির নেতা ও আইনপ্রণেতা (এমপি) ফ্লাভিও ডি মুরোর প্রেমিকা এলিসা দে লিও।

এ বিতর্কের ফাঁকে স্পিকারের কাছ থেকে কথা বলার অনুমতি নেন ফ্লাভিও। তিনি বলেন, ‘আমরা যাঁরা এই কক্ষের সদস্য, জাতীয় জরুরি ইস্যু নিয়ে তাঁরা সব সময় ব্যস্ত থাকি। প্রতিদিন আমরা রাজনীতি নিয়ে বিতর্ক করি। কিন্তু যাঁরা আমাদের ভালোবাসেন, এসব করতে গিয়ে তাঁদের অবহেলা করি আমরা।’ এরপর তিনি একটি আংটি বের করে তাঁর প্রেমিকার দিকে ধরেন। তিনি বলেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?’

এলিসা তখন হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। ফলে উদ্বেগ ছিল। তবে পরে ফ্লাভিও গণমাধ্যমকে জানিয়েছেন, এলিসা তাঁর প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বিয়েতে রাজি হয়েছেন। ফ্লাভিও বলেন, ‘আমরা বিয়ে করতে যাচ্ছি। তবে তারিখ এখনো ঠিক হয়নি।’