মার্কিন নৌঘাঁটিতে গুলিতে নিহত ৩

ফ্লোরিডার পেনসাকোলায় মার্কিন নৌ ঘাঁটি। ছবি: রয়টার্স
ফ্লোরিডার পেনসাকোলায় মার্কিন নৌ ঘাঁটি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ওই ঘাঁটির একটি ভবনের শ্রেণিকক্ষে ওই ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, ফ্লোরিডার পেনসাকোলায় মার্কিন নৌঘাঁটি এক বন্দুকধারী এ ঘটনা ঘটান। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, এই গুলির ঘটনায় সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ওই বন্দুকধারীকে ঠেকাতে দুই কর্মকর্তা পাল্টা গুলি ছোড়েন। গুলি বিনিময়ের সময় ওই দুই কমকর্তাও আহত হন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

এ ঘটনার পর মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। তবে ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।

মার্কিন ওই নৌঘাঁটিতে ১৬ হাজারেরও বেশি সামরিক ও প্রায় সাড়ে ৭ হাজার বেসামরিক সদস্য আছেন।

বুধবার হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে এক নাবিকের গুলিতে দুজন কর্মী নিহত হন। এরপর আবার একই ধরনের ঘটনা ঘটল।