দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৩

ভারতের নয়াদিল্লিতে আজ রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স
ভারতের নয়াদিল্লিতে আজ রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স

ভারতের রাজধানী নয়াদিল্লির সদর বাজারে আজ রোববার একটি কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।

পুরোনো দিল্লিতে অবস্থিত এই কারখানায় আজ ভোরের দিকে আগুন লাগে। নয়াদিল্লির ফায়ার সার্ভিসের উপপ্রধান সুনীল চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনকে ভেতর থেকে উদ্ধার করেছি আমরা। তাঁরা শ্রমিক ও কারখানার কর্মী। তাঁরা চার-পাঁচতলার এই ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, যে কারখানায় আগুন লেগেছে সেটি সদর বাজারে অবস্থিত। বাণিজ্যিক এই ঘিঞ্জি এলাকায় ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালানো খুবই কঠিন। ভবনটি স্কুলব্যাগ আর প্যাকিং সরঞ্জামে ঠাসা ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।

সদর বাজারে পুলিশের সহকারী কমিশনার বলেন, উদ্ধার করা ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪৩ জন মৃত বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আরও কয়েকজনের অবস্থা গুরুতর। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান তাঁরা।

স্থানীয়রা বলেন, অর্থ বাঁচাতে শ্রমিকদের অনেকে কারখানার ভেতরেই ঘুমান। এই শ্রমিকেরা মূলত অন্য রাজ্য থেকে দিল্লিতে এসেছেন। বাইরে থাকার খরচ মেটাতে না পেরে অল্প খরচে কারখানার ভেতরে থাকেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব কারখানায় মাঝে মাঝেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, ‘দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মোন্দিতে অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা দেবে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দুর্ঘটনাকে খুবই মর্মান্তিক বলে মন্তব্য করেছেন। এক টুইটে তিনি বলেন, ‘উদ্ধারকাজ চলছে। উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’