হোয়াইট হাউসে আমার চেয়ে ভালো বন্ধু ইসরায়েল কখনো পায়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে তাঁর চেয়ে ভালো বন্ধু ইসরায়েল কখনো পায়নি। ট্রাম্প আরও বলেন, তাঁর পূর্বসূরি বারাক ওবামার সময় ডেমোক্র্যাটদের ভোট দিয়ে ভুল করেছেন ইহুদি-আমেরিকানরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলের সম্মেলনে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প। ইহুদি-আমেরিকানদের উদ্দেশে তিনি বলেন, ‘আগের প্রশাসনের সময় আপনারা অনেকেই ডেমোক্র্যাটদের ভোট দিয়েছিলেন। কোনো একসময় এই সিদ্ধান্তের যৌক্তিকতা আপনাদের ব্যাখ্যা করতে হবে। কারণ, আমার ধারণা, তারা ইসরায়েলকে খুব বেশি পছন্দ করত না।’ এরপরই তিনি বলেছেন, ‘হোয়াইট হাউসে আমার চেয়ে ভালো বন্ধু ইসরায়েল আর কখনো পায়নি।’

ফ্লোরিডার নির্বাচনে ইহুদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ঐতিহাসিকভাবেই ইহুদি-আমেরিকানরা ডেমোক্র্যাটদের সমর্থক হিসেবে পরিচিত। সে কারণে তাঁদের সমর্থন পাওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যসংক্রান্ত দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতিমালা সংশোধন করেছেন ট্রাম্প। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতিও দিয়েছেন তিনি।

ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারও একজন ইহুদি-আমেরিকান। সরকার পরিচালনায় কোনো রকম পূর্বাভিজ্ঞতা না থাকলেও ট্রাম্প তাঁকে প্রশাসনে নিয়োগ দিয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তিচুক্তি বাস্তবায়ন করা সম্ভব কি না, সেটি দেখার ভারও তিনি কুশনারের ওপরেই দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘অনেকেই বলেন, এই শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব না। তারা বলে এর চেয়ে কঠিন কাজ আর নেই। কুশনার যদি এই কাজ করতে না পারে, তাহলে এটা আর কারও পক্ষেই করা সম্ভব না।’