জরিপের ফল সত্যি হতে শুরু করেছে

লন্ডনে বিবিসি বিল্ডিংয়ে বুথ ফেরত জরিপের ফলাফল দেখানো হচ্ছে। ছবি: এএফপি
লন্ডনে বিবিসি বিল্ডিংয়ে বুথ ফেরত জরিপের ফলাফল দেখানো হচ্ছে। ছবি: এএফপি

ইংল্যাণ্ডের সীমান্তবর্তী আসন নর্থাম্বারল্যান্ডের ব্লাইথ ভ্যালি। ১৯৫০ সাল থেকে আসনটি লেবার দলের দখলে। লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি এবার মাত্র ৭১২ ভোটের ব্যবধানে দখল করে নিয়েছে কনজারভেটিভরা। ফলাফল ঘোষণার শুরুতেই এটি লেবার দলের জন্য বড় ধাক্কা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছে জনগণ। চলছে ভোট গণনা। ইতিমধ্যে বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে।

ব্লাইথ ভ্যালিতে কনজারভেটিভ দলের প্রার্থী ইয়ান ল্যাভি পেয়েছেন ১৭ হাজার ৪৪০ ভোট। লেবার দলের প্রার্থী সুসান ডানগ্রোথ পেয়েছেন ১৬ হাজার ৭২৮ ভোট।

ইতিপূর্বে বুধ ফেরত জরিপে বলা হয়েছে বরিস জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন নিয়ে বিশাল জয় পেতে যাচ্ছে। ওই জরিপে ব্লাইথ ভ্যালিতে কনজারভেটিভরা অল্প ভোটের ব্যবধানে জয় পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়। এর মধ্য দিয়ে জরিপের ফল সত্যি হতে শুরু করল।

২০১৬ সালের গণভোটে এ আসনের বেশির ভাগ ভোটার ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) পক্ষে ভোট দিয়েছিল। কনজারভেটিভ দলের নেতা বরিস জনসন ব্রেক্সিট কার্যকর করার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে এ নির্বাচনের ডাক দেন। আসনটির ভোটাররা ব্রেক্সিট কার্যকরের পক্ষেই নিজেদের সমর্থন তুলে ধরেছেন।