নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার (এনপিআর) বাতিলের দাবিতে আজ রোববারও বিক্ষোভ মিছিলে উত্তপ্ত ছিল পশ্চিমবঙ্গ। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং বাম দলও এই নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। জাতীয় কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেস এবং ছাত্রসংগঠন ছাত্র পরিষদ দাবি আদায়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে।

মিছিলটি ধর্মতলা থেকে মহাজাতি সদনের দিকে রওনা হলে পুলিশ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বউবাজার এলাকায় আটকে দেয়। এতে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে মিছিলকারীরা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট পালন করেন। মিছিলে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান।

বিকেলে একই দাবি নিয়ে দক্ষিণ কলকাতার বাঘা যতীন থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল করে বামপন্থী সিপিআইএমএলের ছাত্রসংগঠন অলইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)।

এদিকে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার রথতলা থেকে প্রতিবাদ মিছিল করে বাম দল সিপিএম। এ মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘ধর্মান্ধ বিজেপি আজ ধর্মের নামে দেশ ভাগ করতে চায়। দেশ বিভাজন করতে চায়। এটা আমরা মানছি না, মানি না। এটা আমরা করতে দেব না। ভারত হলো গোটা বিশ্বের এক দৃষ্টান্তকারী ধর্মনিরপেক্ষ দেশ। যুগ যুগ ধরে এ দেশে লালিত হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাই বিজেপি চাইলেও এ দেশের মানুষ ধর্মীয় বিভাজন করতে দেবে না, মানবে না। সব মানুষ একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ নিয়ে বাঁচবে।’

অন্যদিকে, হুগলির উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় একই দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে।