আগ্রাসী পদক্ষেপের ডাক দিলেন কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। ছবি: রয়টার্স

দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ও আগ্রাসী পদক্ষেপের ডাক দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে কিম জং-উন এ আহ্বান জানান।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, শনিবার দলীয় সম্মেলনের উদ্বোধন করেন কিম জং-উন। রোববার তিনি সম্মেলনের অধিবেশনে সভাপতিত্ব করেন। সম্মেলন সোমবার পর্যন্ত চলতে পারে।

সাধারণত বছরের এই সময়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এমন সম্মেলন হয় না। তাই পিয়ংইয়ংয়ে কয়েক দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনকে ‘অস্বাভাবিক’ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়া তাদের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সমাপ্তি টানতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে উত্তর কোরিয়া পরমাণু বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করে দিতে পারে বলেও উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

এমন প্রেক্ষাপটে কিম জং-উন তাঁর দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে আগ্রাসী পদক্ষেপের ডাক দিলেন। তাঁর এই ডাককে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে।

চলতি বছরের শুরুতে পিয়ংইয়ং হুমকি দিয়ে রেখেছিল। তারা বলেছিল, বছরের শেষ নাগাদ ওয়াশিংটন যদি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় কোনো ধরনের ছাড় দিতে ব্যর্থ হয়, তাহলে পিয়ংইয়ং ‘নতুন পথ’ বেছে নেবে।