ছবিতে ঘটন-অঘটনের ২০১৯

ঘটন-অঘটনে শেষ আরেকটি বছর। সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না, আন্দোলন-সংগ্রাম, ঘাত-প্রতিঘাত, যুদ্ধ-বিগ্রহসহ নানা ঘটনায় মুখর ছিল বছরটি। ২০১৯ সালের শেষ দিনে এসে আরেকবার ফিরে তাকানো যাক পুরো বছরের দিকে।
প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সমাবেশে ভেনেজুয়েলার সংবিধান হাতে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। নিজেকে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। কারাকাস, ভেনেজুয়েলা, ২৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সমাবেশে ভেনেজুয়েলার সংবিধান হাতে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। নিজেকে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। কারাকাস, ভেনেজুয়েলা, ২৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ মার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত হন। হামলার এক সপ্তাহ পর মসজিদ খুলে দেওয়া হয়। এদিন জুমার নামাজের সময় হাজারো মানুষ সংহতি প্রকাশে জড়ো হন। সংহতি জানাতে আসেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড, ২২ মার্চ। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ মার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত হন। হামলার এক সপ্তাহ পর মসজিদ খুলে দেওয়া হয়। এদিন জুমার নামাজের সময় হাজারো মানুষ সংহতি প্রকাশে জড়ো হন। সংহতি জানাতে আসেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড, ২২ মার্চ। ছবি: রয়টার্স
গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হচ্ছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। লন্ডন, যুক্তরাজ্য, ১১ এপ্রিল। ছবি: রয়টার্স
গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হচ্ছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। লন্ডন, যুক্তরাজ্য, ১১ এপ্রিল। ছবি: রয়টার্স
ভয়াবহ আগুনে পুড়ে যায় প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রাল। প্যারিস, ফ্রান্স, ১৫ এপ্রিল। ছবি: রয়টার্স
ভয়াবহ আগুনে পুড়ে যায় প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রাল। প্যারিস, ফ্রান্স, ১৫ এপ্রিল। ছবি: রয়টার্স
ইস্টার সানডেতে (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় একাধিক গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। হামলার ভয়াবহতা ধারণ করছে যিশুর আবক্ষ। শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
ইস্টার সানডেতে (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় একাধিক গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। হামলার ভয়াবহতা ধারণ করছে যিশুর আবক্ষ। শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় বিজেপির বিপুল জয় উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে অমিত শাহ। নয়াদিল্লি, ভারত ২৩ মে। ছবি: এএফপি
লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় বিজেপির বিপুল জয় উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে অমিত শাহ। নয়াদিল্লি, ভারত ২৩ মে। ছবি: এএফপি
পদত্যাগের ঘোষণা দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডন, যুক্তরাজ্য, ২৪ মে। ছবি: রয়টার্স
পদত্যাগের ঘোষণা দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডন, যুক্তরাজ্য, ২৪ মে। ছবি: রয়টার্স
এল সালভাদরের নাগরিক শরণার্থী অস্কার আলবেরতো ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ভ্যালেরিয়ার মরদেহ ভাসছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তবর্তী রিও ব্রাভো নদীতে। এই ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। মেক্সিকো, ২৪ জুন। ছবি: রয়টার্স
এল সালভাদরের নাগরিক শরণার্থী অস্কার আলবেরতো ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ভ্যালেরিয়ার মরদেহ ভাসছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তবর্তী রিও ব্রাভো নদীতে। এই ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। মেক্সিকো, ২৪ জুন। ছবি: রয়টার্স
অসামরিক এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক সাক্ষাৎ। পানমুজম, দক্ষিণ কোরিয়া, ৩০ জুন। ছবি: রয়টার্স
অসামরিক এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক সাক্ষাৎ। পানমুজম, দক্ষিণ কোরিয়া, ৩০ জুন। ছবি: রয়টার্স
প্রত্যর্পণ-বিরোধী বিলের বিরুদ্ধে উত্তাল হয় হংকং। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হংকং, চীন, ১৪ আগস্ট। ছবি: রয়টার্স
প্রত্যর্পণ-বিরোধী বিলের বিরুদ্ধে উত্তাল হয় হংকং। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হংকং, চীন, ১৪ আগস্ট। ছবি: রয়টার্স
জি-৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার উষ্ণ সম্ভাষণ বিনিময়। পাশেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্স, ২৫ আগস্ট। ছবি: রয়টার্স
জি-৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার উষ্ণ সম্ভাষণ বিনিময়। পাশেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্স, ২৫ আগস্ট। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বছরটি মোটেও ভালো যায়নি। বছরের শেষ ভাগে তিনি অভিশংসিত হয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময়ের এই দৃশ্য তাঁর সারা বছরের অবস্থার প্রতীকী চিত্রও বটে। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৭ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বছরটি মোটেও ভালো যায়নি। বছরের শেষ ভাগে তিনি অভিশংসিত হয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময়ের এই দৃশ্য তাঁর সারা বছরের অবস্থার প্রতীকী চিত্রও বটে। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৭ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
চীনে কমিউনিস্ট শাসনের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বেইজিং, চীন, ১ অক্টোবর। ছবি: রয়টার্স
চীনে কমিউনিস্ট শাসনের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বেইজিং, চীন, ১ অক্টোবর। ছবি: রয়টার্স
জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা রদ করে ভারত সরকার। জম্মু-কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করা হয়। কাশ্মীর এখনো অবরুদ্ধ। সরকারে এই পদক্ষেপে প্রতিবাদী কাশ্মীরি। শ্রীনগর, কাশ্মীর, ১১ অক্টোবর। ছবি: রয়টার্স
জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা রদ করে ভারত সরকার। জম্মু-কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করা হয়। কাশ্মীর এখনো অবরুদ্ধ। সরকারে এই পদক্ষেপে প্রতিবাদী কাশ্মীরি। শ্রীনগর, কাশ্মীর, ১১ অক্টোবর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি অক্টোবরের শেষ দিকে সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি অক্টোবরের শেষ দিকে সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন। ছবি: রয়টার্স
বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেন। পরে তিনি মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নেন। মেক্সিকো, ১২ নভেম্বর। ছবি: রয়টার্স
বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেন। পরে তিনি মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নেন। মেক্সিকো, ১২ নভেম্বর। ছবি: রয়টার্স
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের নেত্রী অং সান সু চি। দ্য হেগ, নেদারল্যান্ডস, ১০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের নেত্রী অং সান সু চি। দ্য হেগ, নেদারল্যান্ডস, ১০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর উচ্ছ্বাসিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডন, যুক্তরাজ্য, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর উচ্ছ্বাসিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডন, যুক্তরাজ্য, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি হাতুড়ি পেটাচ্ছেন। তাঁর হাউস ১৮ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি হাতুড়ি পেটাচ্ছেন। তাঁর হাউস ১৮ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
নাগরিক সংশোধন আইনের বিরুদ্ধে ভারতজুড়ে প্রতিবাদী হচ্ছে। প্রতিবাদে শামিল এক তরুণী। চেন্নাই, ভারত, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
নাগরিক সংশোধন আইনের বিরুদ্ধে ভারতজুড়ে প্রতিবাদী হচ্ছে। প্রতিবাদে শামিল এক তরুণী। চেন্নাই, ভারত, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স