জার্মানির চিড়িয়াখানায় অগ্নিকাণ্ডে গরিলাসহ পুড়ে মরল অন্তত ৩০ প্রাণী

আগুনে বিধ্বস্ত হয় চিড়িয়াখানার বানরের আশ্রয়স্থলের কাঠামো। ছবি: রয়টার্স
আগুনে বিধ্বস্ত হয় চিড়িয়াখানার বানরের আশ্রয়স্থলের কাঠামো। ছবি: রয়টার্স

জার্মানির একটি চিড়িয়াখানায় অগ্নিকাণ্ডে গরিলা, উল্লুক, শিম্পাঞ্জিসহ ৩০টির বেশি প্রাণী পুড়ে মারা গেছে। মঙ্গলবার মধ্যরাতে খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপনের সময় আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গার্ডিয়ানের খবরে বলা হয়, নতুন বছরের প্রথম প্রহরে জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড চিড়িয়াখানার বানরের আশ্রয়স্থলে আগুন ছড়িয়ে পড়ে। এতে গরিলা, উল্লুক, শিম্পাঞ্জিসহ কয়েক ডজন প্রাণী মারা যায়।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে প্রাণীগুলো আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে আশ্রয়স্থল ভবনের কাঠামো বিধ্বস্ত হয়।

অগ্নিকাণ্ডে বানরের আশ্রয়স্থলে আর কোনো প্রাণী বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ফেসবুক পোস্টে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশ্য পরে দুটি শিম্পাঞ্জি জীবিত থাকার কথা জানানো হয়।

এই ঘটনাকে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। বানরের জন্য ওই আশ্রয়স্থল ১৯৭৫ সালে নির্মিত হয়েছিল।