নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ পশ্চিমবঙ্গে

মুখোশধারীরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছবি: এনডিটিভির সৌজন্যে
মুখোশধারীরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলায় ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিল করেন। ওই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তাঁরা।

প্রতিবাদকারীদের অভিযোগ, রোববার সন্ধ্যায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির ভাড়াটে গুন্ডা বাহিনী মুখোশ পরে বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এখন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর দখলে।

ওই হামলায় গুরুতর জখম হয়েছে ছাত্র সংসদের ভিপি ঐশী ঘোষ, শিক্ষক সুচরিতা সেনসহ আরও বেশ কিছু শিক্ষার্থী ও শিক্ষক।

এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতার নাগরিক সমাজের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল করা হয়েছে। মিছিলে কলকাতার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং বিশিষ্টজনেরা অংশ নেন। মিছিল থেকে ধিক্কার জানানো হয় পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কারণ দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, ‘জেএনইউর ছাত্র সংসদের ভিপি আহত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ঐশীর ব্যান্ডেজ ভুয়া। রক্তের বদলে লাল রং লাগানো হতে পারে।’

এমন মন্তব্যের জবাবে দিলীপ ঘোষকে উন্মাদ বলে আখ্যা দিয়েছেন অভিনেতা কৌশিক সেন। মিছিলে আরও অংশ নেন সংগীতশিল্পী রূপাঙ্কর, রূপম ইসলাম, চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত, অনীক দত্ত, অভিনেতা ঋদ্ধি সেন, উষশী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী।