বিমানবন্দরেই ফিরছিল ইউক্রেনের উড়োজাহাজটি

পড়ে আছে বিধ্বস্ত উড়োজাহাজের ডানা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি
পড়ে আছে বিধ্বস্ত উড়োজাহাজের ডানা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর ফের বিমানবন্দরে ফিরতে চেয়েছিল। তখনই এটি বিধ্বস্ত হয়। ইরানের তদন্ত দল এমনটাই বলছে।

তেহরানে গত বুধবার খুব সকালে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের ১৭৬ আরোহীর সবাই নিহত হন। তবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরান কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত দেখেছে , বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার পরই ত্রুটি ধরা পড়ে এবং আগুন ধরে যায়।

ইরানের কুদস ফোর্সের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকে ঘিরে চরম উত্তেজনার মধ্যে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, কোনোভাবেই বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স বোয়িং কিংবা আমেরিকানদের হাতে দেওয়া হবে না। গ্লোবাল অ্যাভিয়েশন আইন অনুযায়ী তদন্তের নেতৃত্ব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। কিন্তু প্রস্তুতকারক প্রতিষ্ঠানও সাধারণত এতে সম্পৃক্ত থাকে।

ধ্বংসস্তূপে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি
ধ্বংসস্তূপে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি

ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (সিএওআই) এর প্রধান আলী আবেদজাদেহ বলেন, উড়োজাহাজটি প্রথমদিকে বিমানবন্দর ছাড়তে প্রথমে পশ্চিমের দিকে এগোয়। এরপর সমস্যা দেখা দিলে ডানে ঘোরে। এবং বিধ্বস্ত হওয়ার সময় এটি বিমানবন্দরমুখী ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবেদজাদেহ বলেন, বিধ্বস্ত হওয়ার আগেই উড়োজাহাজটিতে আগুন ধরে। আবার ইমাম খোমেনি বিমানবন্দরে ফেরত আসার চেষ্টার আগে পাইলট কোনো সমস্যা হয়েছে এমন কোনো কল দেয়নি। তিনি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ইউক্রেন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এ ছাড়া সুইডেন ও কানাডায়ও পাঠানো হয়েছে। কারণ উড়োজাহাজে তাদের নাগরিকেরা ছিলেন।

ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি ওলেকসি ড্যানিলভ বলেন, তদন্তকারীরা বিধ্বস্তস্থলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে চেয়েছিলেন। ড্যানিলভ বলেন, মধ্য আকাশে অন্য উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ, ইঞ্জিন বিস্ফোরণ অথবা উড়োজাহাজের ভেতরে কোনো সন্ত্রাসীর বহন করা বিস্ফোরকের বিস্ফোরণসহ সম্ভাব্য সব ধরনের কারণ খতিয়ে দেখা হবে।

ঘটনাস্থল থেকে এক আরোহীর লাশ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি
ঘটনাস্থল থেকে এক আরোহীর লাশ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ৮ জানুয়ারি, ইরান। ছবি: এএফপি

ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডসের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলাইমানিকে হত্যার বদলা নিতে বুধবার ভোররাতে ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা জানা যায়নি।