চলে গেলেন শব্দসৈনিক উপেন তরফদার

উপেন তরফদার। ছবি: ভাস্কর মুখার্জি
উপেন তরফদার। ছবি: ভাস্কর মুখার্জি

চলে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক শব্দসৈনিক উপেন তরফদার। গতকাল মঙ্গলবার ভারতীয় সময় রাত আটটার দিকে কলকাতার পিজি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

উপেন তরফদারের বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীর ‘সংবাদ বিচিত্রা’ বিভাগের প্রযোজক ছিলেন উপেন তরফদার। সে সময় মুক্তিযুদ্ধের খবর আকাশবাণীতে প্রচার করাই ছিল তাঁর ধ্যান। এমনকি মুক্তিযুদ্ধের খবর সংগ্রহে তিনি বারবার ছুটে গিয়েছেন রণাঙ্গনে। কর্মজীবনের উজ্জ্বলতম সময় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ—এমনটায় বলতেন তিনি। মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দিনও উপস্থিত থেকে খবর সংগ্রহ করেছেন।

১৯৩৬ সালে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার নালি গ্রামে জন্ম উপেন তরফদারের। ১২ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। কলকাতায় পড়াশোনা করেছেন। ১৯৫৪ সালে তিনি যোগ দেন আকাশবাণীতে। দীর্ঘ ৪০ বছর আকাশবাণী ও দূরদর্শনে কাজ করেছেন তিনি। আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্রের স্টেশন ডিরেক্টর ছিলেন। এ ছাড়া দূরদর্শনের কলকাতা স্টেশনের ডেপুটি ডিরেক্টর পদে ছিলেন।

মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার উপেন তরফদারকে সম্মাননা দিয়েছে।