কাশেম সোলাইমানির উত্তরসূরিকে হুঁশিয়ারি

কাশেম সোলাইমানির উত্তরসূরি ইসমাইল ঘানি। ছবি: রয়টার্স
কাশেম সোলাইমানির উত্তরসূরি ইসমাইল ঘানি। ছবি: রয়টার্স

মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া ইরানের কমান্ডার কাশেম সোলাইমানির মতো তাঁর উত্তরসূরি ইসমাইল ঘানিও যদি আমেরিকানদের হত্যার করার পথ বেছে নেন, তবে তাঁরও একই পরিণতি হবে। ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের মন্তব্যটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা আশার্ক আল-আওসাতে প্রকাশিত হয়েছে।

ব্রায়ান হুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কথাও এ সময় উল্লেখ করেন।

প্রসঙ্গত, সোলাইমানিকে হত্যার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমেরিকান অথবা আমেরিকান স্বার্থের ওপর যেকোনো ধরনের হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে।