বেঙ্গালুরুর ট্রাফিক সবচেয়ে খারাপ

ভারতে ৪টি শহর ট্রাফিক জ্যামের শীর্ষে
ভারতে ৪টি শহর ট্রাফিক জ্যামের শীর্ষে

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি যানজটের ১০ শহরের মধ্যে ৪টি শহর নিয়ে ভারত টমটম ট্র্যাফিক সূচক ২০১৯-এর শীর্ষে পৌঁছেছে। ওই সূচকে বেঙ্গালুরু ৭১ শতাংশ স্কোর করে শীর্ষে রয়েছে। এরপর ৬৫ শতাংশ স্কোর নিয়ে মুম্বাই চতুর্থ, ৫৯ শতাংশ স্কোর নিয়ে পুনে পঞ্চম ও ৫৬ শতাংশ স্কোর নিয়ে নয়াদিল্লি অষ্টম অবস্থানে রয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে ফিলিপাইনের ম্যানিলা (দ্বিতীয়), কলম্বিয়ার বোগোতা (তৃতীয়), রাশিয়ার মস্কো (ষষ্ঠ), পেরুর লিমা (সপ্তম), তুরস্কের ইস্তাম্বুল (নবম) ও ইন্দোনেশিয়ার জাকার্তা (১০ম)।

অবস্থানগত তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান টমটম তাদের ট্র্যাফিক সূচকে ৬টি মহাদেশের ৫৭ টি দেশের ৪১৬টি শহরকে বিবেচনা করা হয়েছে। ওই তালিকায় বাংলাদেশ নেই।

টমটম তাদের র‌্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে ট্রাফিক জ্যামে পড়ে অতিরিক্ত ভ্রমণ সময়কে বিবেচনা ধরেছে। ওই হিসাব অনুযায়ী, দিল্লিবাসী প্রতিবছর ট্রাফিক জ্যামে পড়ে গড়ে ৭ দিন ২২ ঘণ্টা কাটায়। ২০১৯ সালের অক্টোবরে ওই শহরের সর্বোচ্চ ট্রাফিক স্কোর ছিল ৮১ শতাংশ আর ২১ মার্চ সর্বনিম্ন স্কোর ছিল ৬ শতাংশ। টমটমের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে দিল্লিতে ট্রাফিক জ্যাম ২ শতাংশ কমেছে।

বেঙ্গালুরু সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহর হিসেবে এখানকার চালকেরা মোট সময়ের চেয়ে অতিরিক্ত ৭১ শতাংশ সময় জ্যামে আটকে থাকেন। গড়ে প্রতিবছর জ্যামে ১০ দিন ৩ ঘণ্টা সময় কাটে জ্যামে। মুম্বাইয়ের ক্ষেত্রে এ সময়টা ৮ দিন ১ ঘণ্টা।

টমটমের তথ্য অনুযায়ী, গত এক দশকে বৈশ্বিক পর্যায়ে ট্রাফিক জ্যাম বেড়েছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালের ৫৭ শতাংশ শহরেই ট্রাফিক জ্যাম বাড়তে দেখা গেছে। শক্তিশালী অর্থনীতি সত্ত্বেও ট্রাফিক জ্যামের কারণে কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। তথ্যসূত্র: আইএএনএস।