ভারতে এক বছরে ক্যানসারে আক্রান্ত সাড়ে ১১ লাখ মানুষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০১৮ সালে ভারতে ১১ লাখ ৬০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আর ওই বছরে নথিভুক্ত মৃত্যুর সংখ্যা হলো ৭ লাখ ৮৪ হাজার ৮০০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউটিও) ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেখা যাচ্ছে, প্রতি ১০ জনে একজন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন প্রতি ১৫ জনের মধ্যে একজন। প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরের ভারতে ক্যানসার রোগীর সংখ্যা ২২ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে।

২০১৮ সালের হিসাবে বলা হয়েছে, ভারতে মূলত ৬ ধরনের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এগুলো হলো স্তন ক্যানসার (১ লাখ ৬২ হাজার ৫০০), ওরাল ক্যানসার (১ লাখ ২০ হাজার), সার্ভিক্যাল ক্যানসার ( ৯৭ হাজার), ফুসফুসে ক্যানসার ( ৬৮ হাজার), পেটের ক্যানসার (৫৭ হাজার) ও কোলোরেক্টাল ক্যানসার (৫৭ হাজার)। নতুন রোগীরা মূলত এই ৬টি ক্যানসারেই বেশি আক্রান্ত হয়েছেন।

৫ লাখ ৭০ হাজার পুরুষ রোগীর মধ্যে ওরাল ক্যানসারে আক্রান্ত ৯২ হাজার, ফুসফুসের ক্যানসারে ৪৯ হাজার, কোলোরেক্টাল ক্যানসারে ৩৭ হাজার এবং ওসোফেগাল ক্যানসারে আক্রান্ত ৩৪ হাজার। অর্থাৎ, ৪৫ শতাংশ রোগীই এসব ক্যানসারে আক্রান্ত।