মধ্যপ্রদেশ বিধানসভায় সিএএ প্রত্যাহার প্রস্তাব পাস

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহারের একটি প্রস্তাব গতকাল বুধবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্য বিধানসভায় পাস হয়েছে।

মধ্যপ্রদেশ ভারতের ষষ্ঠ রাজ্য, যেখানে পাস হলো সিএএ প্রত্যাহার-সংক্রান্ত প্রস্তাব।

মধ্যপ্রদেশ হিন্দি বলয়ের একটি রাজ্য। এই রাজ্যের শাসনক্ষমতায় এখন কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ।

মধ্যপ্রদেশের আগে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয় কেরালা, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্রিশগড় রাজ্য বিধানসভায়।

এই ৬ রাজ্যের মধ্যে চারটি কংগ্রেস-শাসিত। এগুলো হলো পাঞ্জাব, রাজস্থান, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ।

বাকি দুটির মধ্যে কেরালা বাম-শাসিত। আর পশ্চিমবঙ্গ তৃণমূল-শাসিত রাজ্য।

ভারতে ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।