সিয়ারার আঘাত ইউরোপে

সিয়ারা ঝড় আঘাত হেনেছে ইউরোপের কয়েকটি দেশে। স্থানীয় সময় গত রোববার নর্দার্ন ইংল্যান্ডে ঘণ্টায় ১২৯ কিলোমটির গতিতে আঘাত হানে ঝড়টি। এতে অসংখ্য ঘরবাড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দেখা দিয়েছে বন্যা। সিয়ারার তাণ্ডব চলেছে ফ্রান্স ও জার্মানিতেও। এ জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন রুটের ট্রেন। বাতিল হয় দুই শর মতো ফ্লাইট। ঘণ্টায় ১২৯ কিলোমিটার গতির ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে নর্দার্ন ইংল্যান্ডের বিভিন্ন এলাকা। ঝড়ের কারণে ফ্রান্সের ১ লাখ ৩০ হাজার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়। ঝড়ে অসংখ্য ঘরবাড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ / ১০
ঝড়ের কারণে রাস্তায় আটকে আছে গাড়ি। আশপাশের এলাকায় পানি জমে থাকায় আটকা পড়ে শত শত গাড়ি। বোচাম, ওয়েস্টার্ন জার্মানি। ছবি: এএফপি
ঝড়ের কারণে রাস্তায় আটকে আছে গাড়ি। আশপাশের এলাকায় পানি জমে থাকায় আটকা পড়ে শত শত গাড়ি। বোচাম, ওয়েস্টার্ন জার্মানি। ছবি: এএফপি
২ / ১০
১২৯ কিলোমিটার গতির সিয়ারা ঝড়ের আঘাত ফ্রান্সের বোউলঙ্গ–সুর–মের লাইট হাউসে। ছবি: রয়টার্স
১২৯ কিলোমিটার গতির সিয়ারা ঝড়ের আঘাত ফ্রান্সের বোউলঙ্গ–সুর–মের লাইট হাউসে। ছবি: রয়টার্স
৩ / ১০
ঝড়ের ফলে ঢেউয়ের আঘাত ফ্রান্সের প্লোবানালেগ–লেসকোনিল সমুদ্র জেটিতে। ছবি: এএফপি
ঝড়ের ফলে ঢেউয়ের আঘাত ফ্রান্সের প্লোবানালেগ–লেসকোনিল সমুদ্র জেটিতে। ছবি: এএফপি
৪ / ১০
পানিতে ডুবে আছে গাড়িটি। মাইথলম্রোড, নর্দার্ন ইংল্যান্ড। ছবি: এএফপি
পানিতে ডুবে আছে গাড়িটি। মাইথলম্রোড, নর্দার্ন ইংল্যান্ড। ছবি: এএফপি
৫ / ১০
ইংল্যান্ডের সাউথ কোস্টের নিউহ্যাভেন লাইট হাউসে সিয়ারা ঝড়ের ফলে ঢেউয়ের আঘাত। ছবি: এএফপি
ইংল্যান্ডের সাউথ কোস্টের নিউহ্যাভেন লাইট হাউসে সিয়ারা ঝড়ের ফলে ঢেউয়ের আঘাত। ছবি: এএফপি
৬ / ১০
সিয়ারা ঝড়ের পরে বৃষ্টিতে রাস্তায় জমেছে পানি। পানি পেরিয়ে চলছে গাড়ি। ম্যানচেস্টার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
সিয়ারা ঝড়ের পরে বৃষ্টিতে রাস্তায় জমেছে পানি। পানি পেরিয়ে চলছে গাড়ি। ম্যানচেস্টার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
৭ / ১০
সিয়ারা ঝড়ের পর হঠাৎ সৃষ্ট গর্তে পড়ে যায় টয়োটা গাড়ি। সোমবার গাড়ি উদ্ধার করা হয়। হ্যাচ রোড, ব্রেটনউড, ইংল্যান্ড। ছবি: এএফপি
সিয়ারা ঝড়ের পর হঠাৎ সৃষ্ট গর্তে পড়ে যায় টয়োটা গাড়ি। সোমবার গাড়ি উদ্ধার করা হয়। হ্যাচ রোড, ব্রেটনউড, ইংল্যান্ড। ছবি: এএফপি
৮ / ১০
সিয়ারা ঝড়ে উপড়ে গেছে গাছটি। লন্ডন, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
সিয়ারা ঝড়ে উপড়ে গেছে গাছটি। লন্ডন, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
৯ / ১০
১২৯ কিলোমিটার গতিতে আঘাত হানা সিয়ারা ঝড়ের কারণে সড়কে জমা পানিতে স্রোত বইছে। হেবডেনস ব্রিজ এলাকা, ইয়র্কশায়ার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
১২৯ কিলোমিটার গতিতে আঘাত হানা সিয়ারা ঝড়ের কারণে সড়কে জমা পানিতে স্রোত বইছে। হেবডেনস ব্রিজ এলাকা, ইয়র্কশায়ার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
১০ / ১০
পানির মধ্য দিয়ে চলছে গাড়ি। ম্যানচেস্টার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স
পানির মধ্য দিয়ে চলছে গাড়ি। ম্যানচেস্টার, ইংল্যান্ড। ছবি: রয়টার্স