সিপিএম এবার পাবে রাজভোগ: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি

পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কংগ্রেস যত সিপিএমের কাছে আসছে, তাদের সাইনবোর্ডটা তত হারিয়ে যাচ্ছে। সিপিএম ৩৪ বছর ক্ষমতায় ছিল, কিছুই করেনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লাড্ডু পেয়েছিল, এবার পাবে রাজভোগ।’

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট নিয়ে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকালে মমতা কংগ্রেস ও বাম দলের জোটকে নিয়ে এ মন্তব্য করেন।

মমতা অভিযোগ করেন, ‘রাজ্যে এখন সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়ে গেছে।’ এর আগে এ তিন দলকে তিনি ‘জগাই, মাধাই, গদাই’ বলেও মন্তব্য করেন।

কংগ্রেস-সিপিএম জোট নিয়ে দীর্ঘদিন ধরেই নাখোশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ হচ্ছে, আগামী বছর এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন। ওই নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট মমতার জন্য পথের কাঁটা হয়ে উঠতে পারে।

বিধানসভায় মমতার মন্তব্যের জবাবে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেছেন, ‘এখন তো বিজেপির সঙ্গে সমঝোতা করেছে তৃণমূলই। ২০০৩ সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা। সেখানে তো আরএসএস নেতারা মমতাকে দুর্গা বলেছিলেন। মমতাও বলেছিলেন, আমি আপনাদের সঙ্গে আছি।’

বাম পরিষদীয় দলের নেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বিজেপি ও তৃণমূলের সখ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দিদির এলাকা ভবানীপুরে বিজেপি এত ভোট পেল কীভাবে? কারা দিল ভোট বিজেপিকে?’

মমতা এর জবাবে বলেন, ‘বিজেপি সবাইকে ধরে, আপনাদের ধরে না কেন? বোঝাপড়া না থাকলে কি এটা হয়?’