চীনাদের 'প্রেমপত্র' লিখেছেন বিদেশিরা

চীনে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাণহানি—দুটোই বাড়ছে। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে মাস্কের সংকট। সরবরাহ ঠিক রাখতে মাস্ক তৈরিতে ব্যস্ত কারখানার কর্মীরা। গতকাল দেশটির ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুঝৌয়ে।  ছবি: এএফপি
চীনে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাণহানি—দুটোই বাড়ছে। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে মাস্কের সংকট। সরবরাহ ঠিক রাখতে মাস্ক তৈরিতে ব্যস্ত কারখানার কর্মীরা। গতকাল দেশটির ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুঝৌয়ে। ছবি: এএফপি

করোনাভাইরাসের মহামারির মধ্যেও চীনের লোকেরা ভালোবাসা দিবস উদ্যাপন করেছেন। সাংহাইয়ে অবস্থানরত বিদেশিরা উপদ্রুত অঞ্চলে চীনাদের কাছে ভালোবাসার চিঠি পাঠিয়ে তাঁদের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন।

সাংহাইভিত্তিক একটি এনজিওর প্রধান সিনেইট পেত্রোস টেকেস্ত ‘চীনের কাছে প্রেমপত্র’ শিরোনামের ওই প্রকল্প নেন। এই দুঃসময়ে চীনাদের সমর্থন জোগাতে অনলাইনে চিঠি পাঠানোর জন্য তিনি সাংহাইয়ে অবস্থানরত বিদেশিদের অনুরোধ করেন। সিনেইট পেত্রোস ও তাঁর পরিবার ২০১৭ সালে সাংহাইয়ে আবাস গেড়েছে।

পেত্রোস টেকেস্তে বলেন, ভিড়ে ঠাসা শহর আর ব্যস্ততায় ভরা রাস্তাগুলোকে তাঁর খুব মনে পড়ে। হঠাৎ একদিন তাঁর মাথায় এল, ঝুঁকি নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মী আর অবরুদ্ধ চীনাদের প্রতি সমর্থন জোগাতে তিনি বিদেশিদের অনুরোধ জানাতে পারেন। এরপর প্রথম প্রেমপত্রটি তিনি নিজেই লেখেন।

চীনাদের প্রেমপত্র দেওয়া একজন ক্যারি জোন্স। তিনি বলেন, ‘আমরা দেখেছি চীন কীভাবে সার্স-করোনাভাইরাস মোকাবিলা করেছে। কোনো সন্দেহ নেই নতুন করোনাভাইরাসও মোকাবিলা করা হবে।’