রিকশাচালকের মেয়ের বিয়ে, শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

রিকশাচালক মঙ্গল কেওয়াতের মেয়ের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। ছবি: এএনআইয়ের টুইটার পেজ থেকে সংগৃহীত
রিকশাচালক মঙ্গল কেওয়াতের মেয়ের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। ছবি: এএনআইয়ের টুইটার পেজ থেকে সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের শহর বেনারসের বাসিন্দা মঙ্গল কেওয়াত। রিকশাচালক মঙ্গল নিজের মেয়ের বিয়ে উপলক্ষে দাওয়াতের কার্ড পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী মোদি বেনারস থেকে নির্বাচিত সাংসদও। মোদি বিয়ের দাওয়াত রক্ষা করতে পারেননি বটে, তবে যা করেছেন, তাতেই বিস্মিত সবাই। মঙ্গলের মেয়ের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি মঙ্গল কেওয়াতের মেয়ের বিয়ে ছিল। বিয়ে উপলক্ষে আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাওয়াতের কার্ড পাঠিয়েছিলেন মঙ্গল। মেয়ের বিয়েতে যেন উপস্থিত হন, এ বিষয়ে মোদির কাছে বিশেষভাবে আরজিও জানান তিনি। ব্যস্ততার কারণে বিয়েতে যেতে না পারলেও মঙ্গলের মেয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়ে দেন মোদি। চিঠিতে নবদম্পতির জন্য আশীর্বাদও করেছেন মোদি।

প্রধানমন্ত্রীর এমন সৌজন্যমূলক আচরণে যারপরনাই বিস্মিত মঙ্গল ও তাঁর পরিবার। মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘মেয়ের বিয়ের প্রথম দাওয়াতটা আমরা প্রধানমন্ত্রীকেই করেছিলাম। আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাওয়াতের কার্ড দিয়ে এসেছিলাম। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি চিঠি পাই। মেয়ের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে তিনি ওই চিঠি পাঠান। এই চিঠিই প্রমাণ করে, সমাজের প্রতিটি মানুষের জন্য চিন্তা করেন আমাদের প্রধানমন্ত্রী।’

শিগগিরই উত্তর প্রদেশে আসার কথা রয়েছে মোদির। মোদি এলে তাঁর সঙ্গে দেখাও করতে চান মঙ্গলের স্ত্রী রেণু দেবী। তিনি বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের পরিবারকে যেতে হয়েছে, সে কথা তাঁকে জানাতে চাই।’