করোনা নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা, অধিকারকর্মী গ্রেপ্তার

করোনাভাইরাসসহ বিভিন্ন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সমালোচনা করেছিলেন অধিকারকর্মী সু জিয়ং। ছবি: রয়টার্স
করোনাভাইরাসসহ বিভিন্ন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সমালোচনা করেছিলেন অধিকারকর্মী সু জিয়ং। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যর্থতার অভিযোগ এনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সমালোচনা করায় এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে চীনের পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সু জিয়ং নামের ওই অধিকারকর্মীকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। তিনি কয়েক সপ্তাহ ধরে আত্মগোপনে ছিলেন।

নাম প্রকাশ না করে এক অধিকারকর্মী বলেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজু থেকে সু জিয়ংকে গ্রেপ্তার করা হয়।

সু জিয়ংকে গ্রেপ্তারের বিষয়ে গুয়াংজু পুলিশ কোনো মন্তব্য করেনি।

করোনাভাইরাসসহ বিভিন্ন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সমালোচনা করে চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিবন্ধ লিখেছিলেন সু জিয়ং। ওই নিবন্ধে তিনি প্রেসিডেন্ট সির পদত্যাগ দাবি করেছিলেন।

সু জিয়ং অভিযোগ করেন, মানুষের বাক্‌স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে প্রেসিডেন্ট সি করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সংকটকে ভুল পথে পরিচালিত করছেন।

চীনের আরেক অধিকারকর্মী বলেন, ওই নিবন্ধ লেখার পর গুয়াংজু শহরে এক আইনজীবীর বাসায় লুকিয়েছিলেন সু জিয়ং। সু জিয়ংকে যে আইনজীবী আশ্রয় দিয়েছিলেন, তাঁকে ও তাঁর স্বামী-ছেলেকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে পরে এই তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

অধিকারকর্মীদের বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের নিগ্রহ চালানোর অভিযোগ রয়েছে।

চীনের ফুজিয়ান প্রদেশে গত বছরের ডিসেম্বরে বুদ্ধিজীবীদের এক সভা পণ্ড করে দেয় চীন সরকার। সভার আলোচ্য বিষয় ছিল রাজনৈতিক সংস্কার। ওই সভায় অধিকারকর্মী সু জিয়ং উপস্থিত ছিলেন। ওই ঘটনার পরই সু জিয়ং আত্মগোপনে চলে যান।