ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করেন পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: ভাস্কর মুখার্জি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করেন পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: ভাস্কর মুখার্জি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা ‘গো-ব্যাক ট্রাম্প’ বলে স্লোগান দেন। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে লেখা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে রওনা দিলে পার্ক স্ট্রিটের কাছে পুলিশ আটকে দেয়।

পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই কলকাতাসহ বিভিন্ন জেলায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ করে। বিকেলে কলকাতার ধর্মতলায় তারা এক সমাবেশ করে। সমাবেশে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন এসইউসিআইয়ের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

এ ছাড়া সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে দুই দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারাও ধ্বনি তুলেছে ‘গো-ব্যাক ট্রাম্প’।

এদিকে সোমবার দুদিনের সফরে ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদের গান্ধী আশ্রম পরিদর্শন করেন। এরপর যান আহমেদাবাদের মোতেরায় নির্মিত ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে। বিকেলে তাজমহল পরিদর্শন শেষে দিল্লিতে ফেরেন ট্রাম্প।