বাহরাইনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

বাহরাইনে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা নিশ্চিত করেছে।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওই ব্যক্তি একটি ফ্লাইটে ইরান থেকে দুবাই হয়ে বাহরাইনে ফেরেন। তিনি বাহরাইনের একটি স্কুলের বাস চালক।
প্রথমে উনার শরীরে কোনো ধরনের ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু পরবর্তী তাঁর অসুস্থতা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষা করা হয়। এরপরই করোনা ভাইরাস ধরা পড়ে।
ওই ব্যক্তিকে বর্তমানে সালমানিয়ার ইব্রাহিম খলিল কানু কমিউনিটি মেডিকেল সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ব্যক্তির পরিবারের সব সদস্য, ওই ফ্লাইটের সব যাত্রী এবং স্কুলের সব বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারও মধ্যেই এ রোগের ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তির কর্মস্থল তিনটি স্কুল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, করোনা ভাইরাসের কোনো লক্ষণ কারও কাছে পরিলক্ষিত হলে ৪৪৪ নম্বরে ডায়াল করুন।