দিল্লিতে শান্তি ফেরাতে কলকাতার নাগরিকেরা রাস্তায়

দিল্লিতে শান্তি ফেরাতে রাস্তায় নামেন কলকাতার নানা শ্রেণি–পেশার মানুষ। ছবি: ভাস্কর মুখার্জি
দিল্লিতে শান্তি ফেরাতে রাস্তায় নামেন কলকাতার নানা শ্রেণি–পেশার মানুষ। ছবি: ভাস্কর মুখার্জি

দাঙ্গায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিতে শান্তি ফেরাতে আজ শনিবার কলকাতার সর্বস্তরের মানুষ ও বুদ্ধিজীবীদের এক শান্তিপূর্ণ নাগরিক পদযাত্রা অনুষ্ঠিত হয়। আজ বিকেলে দক্ষিণ কলকাতার বাঘাযতীন মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা। এই পদযাত্রায় বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ), নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিরোধিতা করা হয়।

আজকের পদযাত্রায় অংশ নেন কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সংস্কৃতিজগতের বিশিষ্টজনেরা। পদযাত্রাকারীদের হাতে ছিল ‘নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর’ লেখা প্ল্যাকার্ড, ব্যানার আর মুখে ছিল দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার ডাক। আর কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ভারতে সাম্প্রদায়িক উন্মাদনা বন্ধের দাবি।

কলকাতার পদযাত্রায় সিএএ ও এনআরসির বিরুদ্ধে চলে বিক্ষোভ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার পদযাত্রায় সিএএ ও এনআরসির বিরুদ্ধে চলে বিক্ষোভ। ছবি: ভাস্কর মুখার্জি

পদযাত্রায় অংশ নেওয়া মানুষেরা বলেন, ‘আমরা শান্তির ভারতে অশান্তি চাই না। চাই শান্তি। চাই না ধর্ম নিয়ে বিভাজন। চাই হিন্দু–মুসলমান একসঙ্গে থাকতে। একসঙ্গে লড়তে। অসাম্প্রদায়িকতার পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে।’

আজকের পদযাত্রার আমন্ত্রণপত্র
আজকের পদযাত্রার আমন্ত্রণপত্র

এই মিছিল শেষ হয় দক্ষিণ কলকাতার রানিকুঠিতে। সন্ধ্যা নেমে আসায় পদযাত্রাকারীরা হাতে মশাল জ্বালিয়ে পদযাত্রা শেষ করেন।