করোনার কোপে ক্যাসিনো জুয়া

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

হংকংয়ের ম্যাকাওয়ের জুয়ার রাজ্যে করোনাভাইরাসের কারণে ধস নেমেছে । গত ফেব্রুয়ারি মাসে ক্যাসিনোর জুয়া থেকে আয় আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় ৮৮ শতাংশ কমে গেছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দুই সপ্তাহ ক্যাসিনোগুলো বন্ধ রাখা হয়েছিল। আর তাতেই এ অবস্থা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ম্যাকাওয়ের রাজস্ব আয়ের ৮০ শতাংশের বেশি আসে ক্যাসিনো থেকে। কিন্তু করোনাভাইরাসের কারণে এখানে পর্যটক আসা কমে যাওয়ায় ক্যাসিনো জুয়া থেকে আয় ব্যাপকভাবে কমে গেছে। গত মাসে ক্যাসিনো থেকে রাজস্ব আয় হয়েছে ৩৮৫ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। বিশ্লেষকেরা যতটা অনুমান করেছিলেন, বাস্তবে আয় কমেছে তারও অনেক বেশি। দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত ২০ ফেব্রুয়ারি থেকে আবার ক্যাসিনোগুলো চালু হয়। কিন্তু স্থানীয় ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অধিবাসীদের আশঙ্কা, এতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না। কারণ, করোনাভাইরাসের সংক্রমণের কারণে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ম্যাকাওয়েতে ঢোকার ব্যাপারেও নানা কড়াকড়ি আরোপ করা আছে।

ম্যাকাওয়ের ৪১টি ক্যাসিনোর জুয়ার ব্যবসা পুরোপুরি পর্যটকদের ওপরই নির্ভর করে।