তালেবান হামলায় ২০ সেনা ও পুলিশ নিহত

তালেবান ও যুক্তরাষ্ট্রের সহিংসতা কমানোর আলোচনার মধ্যেও সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স
তালেবান ও যুক্তরাষ্ট্রের সহিংসতা কমানোর আলোচনার মধ্যেও সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স

আফগানিস্তানের কুন্দুজে কমপক্ষে তিনটি সেনাছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। ইমাম সাহিব জেলায় এসব হামলা চালানো হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়। আফগানিস্তান সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিদ্রোহী নেতাদের সঙ্গে খুব ‘ভালো আলাপ’ হয়েছে। এরপরই এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের প্রভিন্সিয়াল কাউন্সিলের সদস্য শফিউল্লাহ আমিরি বলেন, কুন্দুজের ইমাম সাহিব জেলার তিনটি সেনাছাউনিতে তালেবান যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় ১০ সেনা ও ৪ পুলিশ সদস্য নিহত হন।

গতাকল মঙ্গলবার রাতে বিদ্রোহী জঙ্গিরা কেন্দ্রীয় উরুজগান রাজ্যে পুলিশের ওপর হামলা চালায়। গভর্নরের মুখপাত্র জেরগাই এবাদি এএফপিকে বলেছেন, দুর্ভাগ্যবশত ওই হামলায় ৬ পুলিশ সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন।