আফগানিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চার হয়েছে। আজ শনিবার এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ মায়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ মায়ার জানান, মোট ৩৬ জনকে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনেরই করোনাভাইরাস পাওয়া যায়নি।

হেরাত ইরানের সীমান্তবর্তী প্রদেশ। চীনের বাইরে যে দেশগুলোয় করোনাভাইরাস আশঙ্কাজনকভাবে ছড়িয়েছে, এর মধ্যে ইরান একটি। ইরানে এখন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মারা গেছেন শতাধিক মানুষ।

ইরান সীমান্তসংলগ্ন এলাকাগুলো নিয়ে এর আগেই বিভিন্ন মহল থেকে আশঙ্কা জানানো হয়েছিল। কয়েক লাখ আফগান কাজের সূত্রে ইরান থাকেন। তাঁদের দেশে ফেরানোর জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমে বাড়ছে।