অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দিল নেপাল

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে এখন প্রায় দেশই তাদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার করোনাভাইরাস বিস্তারের শঙ্কায় ‘অন–অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দিয়েছে নেপাল। স্থানীয় সময় শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় নেপাল সরকার। এর আগে ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাও ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দিয়েছিল। এসব দেশের পর এবার নেপালের সঙ্গেও যোগাযোগ বন্ধ হলো বাংলাদেশের। নেপাল সরকারের এই নিষেধাজ্ঞা ১৪ মার্চ থেকে কার্যকর হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।