ইউরোপে করোনায় মৃতদের ৯৯ ভাগ পঞ্চাশোর্ধ্ব

করোনাভাইরাস
করোনাভাইরাস

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ যাবৎ যত জন মারা গেছেন তাদের ৯৯ শতাংশের বয়স ৫০ এর ওপরে। এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের রেসপন্স কো-অর্ডিনেটর ডেবরা বার্কস।

করোনা ভাইরাস নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে গতকাল সোমবার তিনি এ কথা বলেন।

চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয় গত বছরের ডিসেম্বর মাসে। এখন প্রায় সারা বিশ্বে ছড়িয়ে গেছে এ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি বলে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩ বছরের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ হয়েছে।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ডেবরা বার্কস বলেন, ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র এক শতাংশের বয়স ৫০ এর কম। তবে এর মানে এই নয় যে, অপেক্ষাকৃত কম বয়সীরা আক্রান্ত হবে না। 

বার্কস বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বহাল থাকবে। আর বয়স্কদের সুরক্ষার বিষয়টিও সমভাবে গুরুত্বপূর্ণ।