রাশিয়ায় জোরালো ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ছবি: এএফপি
রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ছবি: এএফপি

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আজ বুধবার জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানি শহর সাপ্পোরো থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে ৫৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি বলছে, এর আগে রাশিয়ায় এই মাত্রার ভূমিকম্পের ফলে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে অনেক দূরে সুনামি হয়েছিল। তারা ওই ঘটনা বিশ্লেষণ করে সতর্কতার মাত্রা নির্ধারণ করছে।