লকডাউন ভাঙা মানে জীবন নিয়ে খেলা: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করে বলেছেন, যাঁরা লকডাউন মানছেন না, তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন।

বেতারে প্রধানমন্ত্রীর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে আজ রোববার এ মন্তব্য করেন নরেন্দ্র মোদি।

ভারতে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯৭৯ জন হয়েছে। আর মারা গেছে ২৫ জন।

ভারতে তিন সপ্তাহের লকডাউন চলছে। লকডাউন ভেঙে অনেকেই বাইরে বের হচ্ছেন। এ প্রেক্ষাপটে লকডাউন কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ হয়তো ভাবছে, আমি কোন ধরনের প্রধানমন্ত্রী...কিন্তু আমাদের সামনে লকডাউন একমাত্র সমাধান।’

মোদি বলেন, ‘অনেক মানুষ এখনো লকডাউন লঙ্ঘন করছেন। এটা দুঃখজনক। সারা বিশ্বে অনেক মানুষ একই ভুল করছেন। যাঁরা লকডাউন মানছেন না, তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন।’

মোদি বলেন, ‘এখন প্রত্যেক ভারতীয় লকডাউনের আওতায়। কিন্তু আমরা এই লড়াইয়ের পর আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হব।’