করোনায় মিয়ানমারে প্রথম মৃত্যু

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

মিয়ানমারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে এই প্রথম কারও মৃত্যু হলো। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার মিয়ানমার সরকারের মুখপাত্র করোনাভাইরাসে মৃত্যুর এ খবর জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মৃত ওই ব্যক্তি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। দেশে ফেরার পথে সিঙ্গাপুরেও তিনি কিছু সময় ছিলেন।

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র খিন খিন গাই বলেন, ‘আজ সকাল সাড়ে সাতটায় তাঁর মৃত্যু হয়।’

মিয়ানমারে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রায় সবাই বিদেশ থেকে আসা ব্যক্তি। মিয়ানমারে আক্রান্ত মানুষের সংখ্যা কম হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার আশঙ্কা প্রকাশ করেছে, এ সংখ্যা বাড়তে পারে। কারণ, থাইল্যান্ডে কাজ করা কয়েক হাজার অভিবাসী শ্রমিক সীমান্ত বন্ধ করে দেওয়ায় দেশে ফিরে এসেছেন। তাঁদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বাস্থ্যব্যবস্থা খুব নাজুক।