চীন প্রায় ৪০০ কোটি মাস্ক বিক্রি করেছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল যে চীনে, সেই দেশটি বিশ্বের বিভিন্ন দেশে গত এক মাসে প্রায় ৪০০ কোটি পিস মাস্ক বিক্রি করেছে। চীন সরকারের পক্ষ থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসের চিকিৎসাসামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে।
চীনের শুল্ক দপ্তরের কর্মকর্তা জিন হাই জানিয়েছেন, তাঁরা এ পর্যন্ত ৩৮৬ কোটি মাস্ক, ৩ কোটি ৭৫ লাখ সুরক্ষা পোশাক, ১৬ হাজার ভেন্টিলেটর এবং ২৮ লাখের বেশি করোনাভাইরাসের টেস্টিং কিট রপ্তানি করেছেন।

চীন ১৪০ কোটি ডলারের চিকিৎসাসামগ্রী রপ্তানি করে। তবে নেদারল্যান্ডস, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্পেন ইতিমধ্যে চীনের নিম্নমানের চিকিৎসাসামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছে। মানসম্পন্ন না হওয়ায় নেদারল্যান্ডস সরকার গত সপ্তাহে চীন থেকে পাঠানো ১৩ লাখ মাস্কের মধ্যে ছয় লাখ ফিরিয়ে দিয়েছে।